এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস সমীক্ষা: মুখ্যমন্ত্রী হিসেবে ২৮ শতাংশ মানুষের পছন্দ অখিলেশ, রাহুলকে চান ১ শতাংশ
Web Desk, ABP Ananda | 09 Mar 2017 08:18 PM (IST)
কলকাতা: কে বসবেন উত্তরপ্রদেশের সিংহাসনে? মুখ্যমন্ত্রী হিসেবে কাকে কত নম্বর দিলেন ভোটাররা? শনিবার ফল ঘোষণার আগে সম্ভাব্য ফল কী হতে পারে, তা জানতে এগজিট পোল করেছে এবিপি আনন্দ এবং লোকনীতি-সিএসডিএস। সমীক্ষার ফল অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম পছন্দ অখিলেশ যাদব। ২৮ শতাংশ মানুষ তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এরপরই রয়েছেন মায়াবতী। তাঁকে পছন্দ ২৩ শতাংশের। নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান ১১ শতাংশ। অন্যদিকে, মুলায়ম সিংহ যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ ৩ শতাংশের। রাজনাথ সিংহকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান ২ শতাংশ। অন্যদিকে, রাহুল গাঁধীকে মাত্র ১ শতাংশ মানুষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান।