এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস সমীক্ষা: উত্তরপ্রদেশে বিধানসভা ত্রিশঙ্কু, বিজেপি পেতে পারে ১৬৪-১৭৬ আসন, সপা-কং জোট ১৫৬-১৬৯টি
Web Desk, ABP Ananda | 09 Mar 2017 08:03 PM (IST)
কলকাতা: কে দখল করবে উত্তরপ্রদেশের মসনদ? বিজেপি, না সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট না কি বহুজন সমাজ পার্টি? উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা শনিবার। তবে তার আগেই সম্ভাব্য ফল কী হতে পারে, তা জানতে এগজিট পোল করেছে এবিপি আনন্দ এবং লোকনীতি-সিএসডিএস। সেখানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাই বেশি। ৪০৩ আসনের উত্তরপ্রদেশে ম্যাজিক ফিগার - ২০২। এবিপি আনন্দ এবং লোকনীতি-সিএসডিএস-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৬৪ থেকে ১৭৬টি আসন। সেখানে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট পেতে পারে ১৫৬ থেকে ১৬৯টি আসন। অন্যদিকে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি ৬০ থেকে ৭২টি আসন পেতে পারে। অন্যান্য পেতে পারে ২ থেকে ৬টি আসন। অর্থাৎ সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও, তারাও একার জোরে সরকার গড়তে পারবে না। শুধু আসনের নিরিখেই নয়, সমীক্ষা বলছে ভোট শতাংশের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি। এবিপি আনন্দ এবং লোকনীতি-সিএসডিএস-এর সমীক্ষা অনুযায়ী, গেরুয়া শিবিরে যেতে পারে তারা পেতে পারে ৩২ শতাংশ ভোট। আবার অখিলেশ-রাহুলের জোটও ৩২ শতাংশ ভোটই পেতে পারে। মায়াবতীর দল পেতে পারে ২৫ শতাংশ ভোট। অন্যান্য ১১ শতাংশ ভোট পেতে পারে।