রাহুল ও কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক, তদন্ত চেয়ে সংসদে সরব তৃণমূল
ABP Ananda, web desk | 01 Dec 2016 04:22 PM (IST)
নয়াদিল্লি: ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় কংগ্রেস ও রাহুল গাঁধীর পাশে দাঁড়াল তৃণমূল। রাহুল ও কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় তদন্ত দাবি করল তৃণমূল। এদিন লোকসভায় নোট বাতিল ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখা উচিত। উল্লেখ্য, গতকাল রাহুল গাঁধীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর টুইটার পেজেও একাধিক অশ্লীল বার্তা টুইট করা হয়। শুধু টুইট নয়, হ্যাকাররা কংগ্রেস সহ সভাপতির প্রোফাইল ছবিও সরিয়ে দেয় অ্যাকাউন্ট থেকে। এছাড়া অ্যাকাউন্টের নাম @officeOfRG থেকে বদলে অন্য নাম দেওয়া হয়। পরে অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলমুক্ত করা হয়। এরপর আজ কংগ্রেসের টুইটার পেজও হ্যাক করে বিভিন্ন অবমাননাকর টুইটও পোস্ট করো হয়েছে। এই ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে দিল্লি পুলিশের সাইবার সেলের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।