নয়াদিল্লি: কিছুদিন আগেই ট্রেনে লোয়ার বার্থ না পেয়ে মেঝেতে শুয়ে রাত কাটাতে হয়েছিল প্যারা-অ্যাথলিট সুবর্ণা রাজকে। তাঁর সেই ঘটনার কথা জানতে পেরে তদন্তের নির্দেশ দিয়েছিলেন রেল মন্ত্রী সুরেশ প্রভু। এরই ফলে ভুল শুধরে নিয়ে এবার থেকে থ্রি এসি কামরাতেও প্রতিবন্ধীদের জন্য লোয়ার বার্থ সংরক্ষণের ব্যবস্থা থাকছে। এতদিন শুধু স্লিপার কামরায় এই সংরক্ষণ ছিল।

রেলের এক আধিকারিক বলেছেন, এই সপ্তাহেই থ্রি এসি কামরায় প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণের কথা ঘোষণা করা হবে। এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করা হচ্ছে। প্রতিবন্ধীরা যাতে সহজেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেন, তার জন্য সব স্টেশনেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। প্রতীক্ষালয়গুলিতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ শৌচাগারেরও ব্যবস্থা করা হয়েছে। এমনকী, ট্রেনের অনেক কামরাতেই অন্ধদের জন্য ব্রেইলে বিভিন্ন সাঙ্কেতিক চিহ্নের ব্যবস্থাও করা হয়েছে।