ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমল
Web Desk, ABP Ananda | 01 Mar 2018 10:36 PM (IST)
নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের দাম সামান্য বাড়লেও, ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কিছুটা কমল। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২.৫০ টাকা এবং ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৪৭ থেকে ৪৫.৫০ টাকা কমেছে। আজ থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম। কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম এখন ৪৯৬.০৭ টাকা। অন্যদিকে, ভর্তুকিহীন রান্নার গ্যাস ৪৫.৫০ টাকা কমে হয়েছে ৭১১.৫০ টাকা। অন্যদিকে, কলকাতায় এখন পেট্রোলের দাম লিটার প্রতি ৭৪.৩২ টাকা। ডিজেলের দাম ৬৪.৯৪ টাকা।