নয়াদিল্লি:একেই বলে, মড়ার ওপর খাঁড়ার ঘা! মেয়াদি প্রকল্পে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুদ কমানোর সিদ্ধান্ত সামনে আসার দিনই ফের মহার্ঘ রান্নার গ্যাস ও কেরোসিন।
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ল ২ টাকা। কেরোসিনের দাম বাড়ল লিটার পিছু ২৬ পয়সা।
রান্নার গ্যাস ও কেরোসিনের দাম ধাপে ধাপে বাড়িয়ে ভতুর্কি পুরোপুরি ছেঁটে ফেলার লক্ষ্য অনুযায়ীই এই দাম বৃদ্ধি।
এর আগে ১ এপ্রিল শেষবার দাম বাড়ানো হয়েছিল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের। ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫.৫৭ টাকা বেড়েছিল। কারণ, এর আগে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ১ ফেব্রুয়ারি ও ১ মার্চ দাম বৃদ্ধি থেকে বিরত ছিল তেল কোম্পানিগুলি।এর আগে তেল কোম্পানিগুলি গত আট মাস ধরে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডারে প্রায় ২ টাকা করে বাড়িয়েছিল।
একইসঙ্গে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডারে ৯২ টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ এপ্রিলও সিলিন্ডার পিছু ১৪.৫০ টাকা দাম কমেছিল।
কেরোসিনে প্রতি মাসে ২৫ পয়সা দাম বাড়িয়ে ভর্তুকি তুলে দেওয়ার পথে হাঁটছে সরকার।
ফের দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস ও কেরোসিনের
ABP Ananda, web desk
Updated at:
02 May 2017 09:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -