নয়াদিল্লি: ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি সাত টাকা করে বাড়ানো হল। কেন্দ্রীয় সরকার প্রতি মাসেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই নীতি অনুযায়ীই ফের দাম বাড়ানো হল। কেরোসিনের দাম লিটার প্রতি ২৫ পয়সা বাড়ানো হয়েছে। একইসঙ্গে বিমানের জ্বালানির দামও চার শতাংশ বাড়ানো হয়েছে।
গত ৩১ জুলাই পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকসভায় বলেন, আগামী বছরের মার্চের মধ্যে সব ভর্তুকি তুলে দিতে চায় কেন্দ্র। সেই কারণে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে প্রতি মাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম চার টাকা করে বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১ অগাস্ট অবশ্য সিলিন্ডার প্রতি ২.৩১ টাকা দাম বাড়ানো হয়। এবার কেন্দ্রের সেই নির্দেশের সঙ্গে সঙ্গতি বজায় রাখার জন্য বেশি দাম বাড়ানো হল। গত বছরের জুলাই থেকে প্রতি মাসে দু টাকা করে দাম বাড়ানোর নীতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৬৮ টাকা বেড়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সিলিন্ডার প্রতি ৭ টাকা বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2017 05:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -