লখনউ: গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনের উপ-নির্বাচনে ভোট পড়ল যথাক্রমে ৪৩ শতাংশ ও ৩৭.৩৯ শতাংশ। অন্যদিকে বিহারের আরারিয়া লোকসভা উপ-নির্বাচনে ভোট পড়ল ৫৭ শতাংশ।
সকাল ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশন জানিয়েছে, মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোটগ্রহণ। কয়েকটি জায়গায় ইভিএম খারাপ হওয়ার খবর আসে. দ্রুত সেগুলি পরিবর্তন করে দেওয়া হয়।
উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। দুটি আসনেই সপা-বসপা, বিজেপি ও কংগ্রেসের সঙ্গে ত্রিপাক্ষিক লড়াই চলে। ৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চলে ভোটগ্রহণ। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কেশব প্রসাদ মৌর্য উপমুখ্যমন্ত্রী হওয়ায় এই দুই আসনে উপনির্বাচন হয়।
অন্যদিকে, আরজেডি সাংসদ মহম্মদ তাসলিমউদ্দিনের মৃত্যুর ফলে এই আসনে উপ-নির্বাচন অনিবার্য হয়। এখানে মূল লড়াই জেডিইউ-বিজেপি জোটের সঙ্গে আরজেডি-কংগ্রেস জোটের। এর পাশাপাশি, এদিন ভাবুয়া ও জেহানাবাদ বিধানসভা কেন্দ্রেও উপ-নির্বাচন হয়।
সব ফলাফল প্রকাশ পাবে ১৪ মার্চ।
গোরক্ষপুরে ভোট পড়ল ৪৩ শতাংশ, ফুলপুরে ৩৭.৩৯, ফলাফল ১৪-ই
Web Desk, ABP Ananda
Updated at:
11 Mar 2018 09:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -