নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে পুনে কেন্দ্র থেকে মাধুরী দীক্ষিতকে দাঁড় করাতে চায় বিজেপি। তাঁর নাম ইতিমধ্যেই বাছাই তালিকায় রাখা হয়েছে, দলীয় সভাপতি অমিত শাহ কথাও বলেছেন তাঁর সঙ্গে।


এ বছর জুনে সম্পর্ক ফর সমর্থন প্রচার চলাকালীন অমিত শাহ মাধুরীর সঙ্গে তাঁর মুম্বইয়ের বাসভবনে দেখা করেন। নরেন্দ্র মোদী সরকারের নানা সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করেন তিনি। আগামী লোকসভা ভোটে প্রার্থীতালিকা নিয়ে যে বাছাইপর্ব চলছে, সেখানে মাধুরীর নাম ভাবা হয়েছে পুনে কেন্দ্র থেকে। এক বিজেপি নেতা জানিয়েছেন, বেশ কয়েকটি লোকসভা আসনে প্রার্থীদের নাম এখন থেকেই চূড়ান্ত করে ফেলতে চান তাঁরা। সে দিক থেক মাধুরীর জন্য পুনেই পুরোপুরি ঠিক বলে তাঁরা মনে করছেন।

২০১৪-র লোকসভা ভোটে বিজেপি ৩ লাখের বেশি ভোটের ব্যবধানে কংগ্রেসের হাত থেকে পুনে আসনটি ছিনিয়ে নেয়।

এভাবে অভিনেতা অভিনেত্রীদের ভোটে দাঁড় করানোর পরিকল্পনা নিয়ে বিজেপির এক বরিষ্ঠ নেতা জানিয়েছেন, গুজরাতে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে এই পথে প্রথম এগোন মোদী। আঞ্চলিক ভোটে সমস্ত পুরনো প্রার্থীদের বদলে ফেলে সম্পূর্ণ আনকোরা মুখ নিয়ে আসেন তিনি। এই পরিবর্তন ভোটবাক্সেও সাফল্য এনে দেয় তাঁকে। যেহেতু নতুন প্রার্থীরা ভোটদাতাদের কাছে অপরিচিত ছিলেন, তাই তাঁদের বিরুদ্ধে তাঁদের কোনও ক্ষোভের কারণ ছিল না। এতে বিরোধী শিবির ছত্রভঙ্গ হয়ে যায়, প্রচুর আসন পেয়ে ক্ষমতায় ফেরে বিজেপি। গত বছর দিল্লিতে আঞ্চলিক ভোটেও বিজেপি তাদের কোনও আগের পুর প্রতিনিধিকে টিকিট দেয়নি। এরপরেও ভোটে জেতে তারা।

৫১ বছরের মাধুরী আশির শেষ থেকে নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত বলিউডে রাজত্ব করেন। হাম আপকে হ্যায় কৌন, সাজন, দিল তো পাগল হ্যায়-এর মত অসংখ্য সুপার ডুপার হিট ছবি রয়েছে তাঁর।