নয়াদিল্লি: ক্ষমা চেয়েই পার পাচ্ছেন না আম আদমি পার্টি (আপ) সাংসদ ভগবন্ত মান। তাঁর বিরুদ্ধে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করলেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। বিজেপি সাংসদ কিরীট সোমাইয়ার নেতৃত্বাধীন ওই প্যানেলকে ৩ আগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে লোকসভা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপ সাংসদকে অধিবেশনে যোগ না দেওয়ার নির্দেশও দিয়েছেন অধ্যক্ষ।
উল্লেখ্য, সংসদ ভবন চত্বরের ভিডিওগ্রাফি এবং তারপর সেই ফুটেজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে পোস্ট করেন আপ সাংসদ। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধে। এই ঘটনা সংসদের নিরাপত্তা ব্যবস্থা বিপন্ন করেছে বলে সরব হন বিজেপি, অকালি দল সহ বিভিন্ন দলের সাংসদরা। তাঁরা মানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানের ভিডিওগ্রাফি ইস্যুতে গত শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় সভার অধিবেশন। লোকসভার অধিবেশন সোমবার পর্যন্ত মুলতুবী করে দিতে হয়।
এদিন সভার শুরুতেই অধ্যক্ষ মানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ওই সাংসদের অডিও-ভিস্যুয়াল রেকর্ডিং সংসদের নিরাপত্তাকেই বিপদের মুখে ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের জন্য নয় সদস্যর কমিটি ওই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ও সংশ্লিষ্ট অন্যান্য দিক এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ করবে। একইসঙ্গে মানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, কমিটি তারও সুপারিশ করবে। কমিটির কাছে নিজের বক্তব্য আগামীকাল জানাতে পারবেন মান।
কমিটির রিপোর্ট পেশের পর তা বিবেচনা করবে লোকসভা।
সোমাইয়া ছাড়াও কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ মীণাক্ষী লেখি, সত্যপাল সিংহ, অনন্দরাও আদসুল (শিবসেনা), বি মাহতাব (বিজেডি), রত্না দে (তৃণমূল), থোটা নরসিমহম (টিডিপি), কেসি বেনুগোপাল (কংগ্রেস) এবং পি বেনুগোপাল (এআইএডিএমকে)।
উল্লেখ্য, কীভাবে নিরাপত্তার বেড়া পেরিয়ে সংসদে ঢুকলেন, কোন ঘরে জিরো আওয়ারের জন্য প্রশ্ন বাছাই করা হয়— এই সব রেকর্ড করে গত বৃহস্পতিবার ফেসবুকে ১২ মিনিটের ওই ভিডিও পোস্ট করেন মান। এ জন্য বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছিলেন মান।
সংসদের ভিডিও: আপ সাংসদের বিরুদ্ধে তদন্তে ৯ সদস্যের কমিটি ঘোষণা অধ্যক্ষর
ABP Ananda, web desk
Updated at:
25 Jul 2016 11:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -