মুম্বই: মালেগাঁও বিস্ফোরণ মামলায় জামিন পেয়েছেন। নবি মুম্বইয়ের তালোজা জেল থেকে বুধবার সকালে ছাড়া পেলেন লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত প্রসাদ পুরোহিত। ২০০৮ সালের আলোড়ন ফেলে দেওয়া ওই মামলায় তাঁকে ২১ আগস্ট জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। মালেগাঁও বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ৯ বছর জেলে কাটানোর পর জামিন পান তিনি।

এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে গাড়িতে জেলের বাইরে নিয়ে যাওয়া হয়। এসকর্ট করে তাঁকে বের করে নিয়ে যায় সামরিক পুলিশ ও কুইক রেসপন্স টিমের বাহিনী। তাঁকে কোলাবার মিলিটারি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

গত সোমবার তাঁর জামিন মঞ্জুর করে বিচারপতি আর কে অগ্রবাল ও বিচারপতি এ এম সাপ্রের বেঞ্চ জানায়, পুরোহিতের জামিন নামঞ্জুর করে দেওয়া বম্বে হাইকোর্টের রায় খারিজ করা হল।

২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের নাসিকের সাম্প্রদায়িক উত্তেজনাপ্রবণ এলাকা বলে চিহ্নিত মালেগাঁওয়ে সাইকেলে বেঁধে রাখা বোমা ফেটে ৬ জন নিহত হন, জখম হন অন্তত ৮০ জন।