নয়াদিল্লি: সহকর্মীর ১৯ বছরের মেয়ের সঙ্গে প্রেম করায় চাকরি খোয়ালেন সেনার এক লেফটেন্যান্ট কর্নেল। তাঁর কাজ অনুচিত বলে মন্তব্য করেছে সেনা।

চাকরি যাওয়ার পর ওই সেনা আধিকারিকের স্ত্রী দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। তবে তাঁর হস্তক্ষেপে লাভ হয়নি কিছু কারণ সেনা সম্ভবত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না।

তবে সংশ্লিষ্ট সেনা আধিকারিক আদালতের দ্বারস্থ হতে পারেন।

জানা গিয়েছে, বিষয়টি সংবেদনশীল ও রীতিমত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খতিয়ে দেখে সেনা সিদ্ধান্ত নেয়, তাঁর অপরাধ অত্যন্ত গুরুতর, সর্বোচ্চ পর্যায়ে ঠিক হয়, তাঁকে ছাঁটাই করা হবে।

সেনার মধ্যে সহকর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের একাধিক উদাহরণ রয়েছে। কিন্তু এই ঘটনা সেনায় শাস্তিযোগ্য অপরাধ বলে পরিচিত, যাতে চাকরি যেতে পারে। সেনা আদালতে কোর্ট মার্শালের পর এ ধরনের মামলা সাধারণত সিভিল আদালতে যায়। এমনও হয়েছে, অবৈধ সম্পর্কের জন্য সেনা আদালতে বরখাস্ত হওয়া সেনা কর্মীকে পুনর্নিয়োগের নির্দেশ দিয়েছে সিভিল আদালত।

কিন্তু সহকর্মীর মেয়ের সঙ্গে প্রেমের ঘটনা অত্যন্ত বিরল বলে জানা গিয়েছে। সেনা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে কঠোর নো টলারেন্স নীতি মেনে চলে সেনা।