নতুন পাক-সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া
Web Desk, ABP Ananda | 26 Nov 2016 10:09 PM (IST)
ইসলামাবাদ: পাকিস্তানের ১৬ তম সেনাপ্রধান হিসেবে নির্বাচিত হলেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া। ২৯ নভেম্বর বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফের মেয়াদ শেষ হওয়ার পর ওই পদে নিযুক্ত হবেন বাজওয়া। একইসঙ্গে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং মূল্যায়ণ বিভাগের প্রধান পদে রাখা হয়েছে বাজওয়াকে। এছাড়াও জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে জেনারেল জুবাইর মহম্মদ হায়াতকে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কামার জাভেদের নিয়োগ চূড়ান্ত করেছেন। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের বেলুচ রেজিমেন্টের সেনা আধিকারিক কামার জাভেদ প্রশিক্ষণ ও মূল্যায়ণ বিভাগের ইন্সপেক্টর জেনারেল পদে ছিলেন।