লখনউ: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে লখনউবাসী তরুণের পাকিস্তানি হবু বউ এদেশে আসার ভিসা পেলেন। সূত্রের দাবি, সীমান্তের এখন কোনও বাধা আর করাচির বাসিন্দা ২৫ বছরের সাদিয়ার সামনে দাঁড়াতে পারবে। অল্প কয়েকদিনের মধ্যেই তিনি ভারতে আসছেন সঈদ শারিখ হাসমিকে বিয়ে করতে।
প্রসঙ্গত, এর আগে দু দুবার ভারতে আসার ভিসার জন্যে আবেদন জানিয়ে পাননি সাদিয়া এবং তাঁর মা ও ভাই। অবশেষে সেই বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। সেখান থেকে বিষয়টি বিদেশমন্ত্রকের নজরে আনা হয়। তারপরই ওই মহিলার থেকে বিস্তারিত তথ্য জেনে, তাঁকে ভিসা ইস্যু করা হয়েছে। আত্তারি সীমান্ত থেকে সমঝোতা এক্সপ্রেসে করে এদেশে আসবেন সাদিয়া ও তাঁর পরিবার। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এদেশে আসার অনুমতি পেয়ে সত্যিই খুশি সাদিয়ার পরিবার। এরজন্যে তাঁরা ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। জানা গিয়েছে, এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ নিজে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেছিলেন।
লখনউবাসী তরুণের পাকিস্তানি হবু বউ অবশেষে এদেশে আসার ভিসা পেলেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2017 02:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -