লখনউয়ের হজ হাউসের রং গেরুয়া করে দিল যোগী আদিত্যনাথ সরকার
Web Desk, ABP Ananda | 05 Jan 2018 05:23 PM (IST)
লখনউ: উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার সব ক্ষেত্রে গেরুয়া রংটিকে প্রাধান্য দিচ্ছে। জনসংযোগ বিভাগ ও বিভিন্ন দফতর যে পুস্তিকা ও পোস্টার প্রকাশ করছে, সেগুলিতে গেরুয়া রঙের প্রাধান্য দেখা যাচ্ছে। সেই নীতি বজায় রেখে এবার লখনউয়ের হজ হাউসের রংও বদলে গেরুয়া করে দেওয়া হল। আগে এই ভবনের বাইরের দেওয়ালের রং ছিল সবুজ-সাদা। সেটা এখন বদলে হয়ে গিয়েছে গেরুয়া। বিরোধী দলগুলি ও মুসলিমরা এই রং বদলের বিরোধিতা করেছেন। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য প্ররোচনা দিচ্ছে। গত বছরের মার্চে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গেরুয়ার প্রসারে জোর দিয়েছেন আদিত্যনাথ। প্রথমেই তিনি মুখ্যমন্ত্রীর দফতর লাল বাহাদুর শাস্ত্রী ভবনের রং বদলে গেরুয়া করে দেন। এরপর সরকারি পুস্তিকা ও পোস্টারের রঙে গেরুয়ার প্রাধান্য শুরু হয়। বিভিন্ন সরকারি বৈঠকে চেয়ারে রাখা তোয়ালের রংও এখন দেখা যাচ্ছে গেরুয়া। উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলিকে মুসলিমদের উৎসবের ছুটি কমানো এবং হিন্দুদের উৎসবেও ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার হজ হাউসের রংও গেরুয়া করে দেওয়া হল।