লখনউ: উত্তরপ্রদেশে মেয়ের বিয়ে দিতে গিয়ে পরিবারের পথে বসার ঘটনা অস্বাভাবিক নয়। কারণ, পাত্রপক্ষের পণের দাবি থাকে মারাত্মক। সেই দাবি পূরণ করতে গিয়ে পাত্রীপক্ষ সমস্যায় পড়ে। অনেকেই জমি-বাড়ি বন্ধক রেখে মেয়ের বিয়ে দিতে বাধ্য হন।

এবার এই সামাজিক কু-প্রথা বন্ধ করার উদ্যোগ নিল লখনউয়ের লতিফপুর গ্রামসভা। এই গ্রামে পণমুক্ত বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। সন্তানের জন্মের সময়ের খরচ, গ্রামের কারও মৃত্যুর পর শেষকৃত্যের খরচ, চিকিৎসা ও বিয়ের খরচ জোগানোর জন্য ২ লক্ষ টাকার একটি তহবিল গড়া হচ্ছে। কারও প্রয়োজন হলে ওই তহবিল থেকে বিনা সুদে ঋণ দেওয়া হবে।

লতিফপুর গ্রামে ৪৫০ পরিবারের বাস। এর মধ্যে ৪০০ পরিবারই মেয়ের বিয়ে দিতে গিয়ে দেনার জালে জড়িয়ে পড়েছেন। এই কারণেই গ্রামসভা বিয়েতে পণ দেওয়া-নেওয়া বন্ধ করার উদ্যোগ নিয়েছে।