লুধিয়ানা: ৯ বছরের এক শিশুকে খুনের ঘটনায় ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে লুধিয়ানা পুলিশ। কিন্তু পুলিশের জেরায় সে যা জানিয়েছে, তা শুনে আঁতকে উঠেছেন পুলিশ আধিকারিকরা। ধৃত কিশোর নিজেকে নরখাদক বলে স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, নয় বছরের শিশু দীপুর খণ্ডবিখণ্ড দেহ গত মঙ্গলবার দুগরি এলাকার কার্নেল সিংহ নগরের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়। তার দেহ একটি বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল। গত সোমবার ওই শিশু নিখোঁজ হয়ে যায়।

ঘটনার তদন্ত নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে দীপুকে ওই এলাকায় দেখা গিয়েছিল ধৃত কিশোরের সঙ্গে।পুলিশ জানিয়েছে, মৃত শিশু ও ধৃত কিশোর-উভয়ের পরিবারই বাইরে থেকে কাজের জন্য এখানে এসেছিল। সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ ১৬ বছরের ওই কিশোরকে আটক করে। জেরায় সে দীপুকে খুনের কথা স্বীকার করেছে। ডিসিপি (তদন্ত) ভূপিন্দার সিংহ সিধু বলেছেন, ওই শিশুর মাংস খেতে ও রক্ত পান করতে চেয়েছিল সে। এজন্যই সে ওই শিশুর দেহ ছুরি দিয়ে ছয় টুকরো করেছিল সে।

অভিযুক্ত কিশোর অষ্টম শ্রেণীর ছাত্র। সিধু জানিয়েছেন, ধৃত নিহত শিশুর হৃদপিন্ড শরীর থেকে খুবলে নিয়ে তা স্কুলের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও স্বীকার করেছে। সে স্কুলে যেতে চায় না। সে চায়, ওই স্কুল বন্ধ হয়ে যাক।

ডিসিপি জানিয়েছেন, ছুঁড়ে ফেলা অঙ্গটিও পুলিশ উদ্ধার করেছে। ডিসিপি আরও বলেছেন, অভিযুক্ত নরখাদক বলেই মনে করা হচ্ছে। ধৃত জানিয়েছে, সে অনেক সময় মুরগির কাঁচা মাংস খেয়ে ফেলে। ধৃতের শারীরিক ও মানসিক পরীক্ষা করা হচ্ছে।