মুম্বই: আগামীকাল উদ্বোধন হচ্ছে দেশের অন্যতম বিলাসবহুল ট্রেন তেজস এক্সপ্রেসের। মুম্বই থেকে গোয়া যাবে এই ট্রেন। ঘণ্টায় ২০০ কিমি বেগে চলার ক্ষমতা রয়েছে তেজস এক্সপ্রেসের। তবে ১৬০ কিমি বেগে চালানো হবে এই ট্রেন। যাত্রীদের জন্য থাকছে এলইডি টিভি, ওয়াইফাই, চা ও কফি মেশিন, সিসিটিভি, ধোঁয়া ও আগুন চিহ্নিতকরণ যন্ত্র। বিমানের মতোই সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।


মধ্য রেলের জেনারেল ম্যানেজার ডি কে শর্মা বলেছেন, আগামীকাল ভারতীয় রেলের একটি ঐতিহাসিক দিন। বিকেল তিনটে ২৫ মিনিটে ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। দাদার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেজস এক্সপ্রেস উদ্বোধন করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ট্রেনটি গোয়ার কারমালি স্টেশনে পৌঁছতে সময় নেবে ৯ ঘণ্টা। বর্ষার সময় সপ্তাহে পাঁচদিন এবং অন্য সময় সপ্তাহে তিন দিন চলবে এই ট্রেন।