হায়দরাবাদ: গোপাচারের সন্দেহে রাজস্থানের আলোয়ারের যুবককে পিটিয়ে মারার অভিযোগের মধ্যেই তেলঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ লোধের দাবি, গরু ‘রাষ্ট্রমাতা’র মর্যাদা না পাওয়া পর্যন্ত গণপিটুনির ঘটনা বন্ধ হবে না। ঘোষামহলের এই জনপ্রতিনিধি গণপিটুনি প্রসঙ্গে সোস্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি খুনখারাপি ভালবাসেন না, কিন্তু এটা বন্ধ করতে হলে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করতে হবে। ৭ মিনিটের বার্তায় জনপ্রতিনিধিদের সংসদে এই দাবি তোলার ডাক দিয়েছেন তিনি। বলেছেন, গরুকে রাষ্ট্রমাতা তকমা না দেওয়া পর্যন্ত গোরক্ষকদের জেলে ঢুকিয়ে বা তাদের ওপর গুলি চালিয়েও গোরক্ষা অভিযান বন্ধ করা যাবে না বলে মনে হয়।
গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনও চেয়েছেন তিনি। রাজা সিংহের মত, দেশের প্রতিটি রাজ্যে গোরক্ষার জন্য আলাদা দপ্তর, কঠোর আইন চাই। তা না হওয়া পর্যন্ত এমন গণপিটুনিতে হত্যা বন্ধ হবে না।
রাজার বক্তব্য, তিনি কখনও ‘গোরক্ষকদের’ মানুষ পেটানো সমর্থন করেন না, কিন্তু কেউ গোরক্ষা, এ ধরনের হিংসা বন্ধ হবে কীভাবে, তা নিয়ে আলোচনা করে না, এটাও নিন্দার। বলেন, সম্প্রতি রাকবর খান নামে এক গোপাচারকারী খুন হয়েছে। মিডিয়াই জানিয়েছে, তার নামে কয়েকটি গোপাচারের মামলা ঝুলছিল। গোপাচারকারীদের হাতেও বেশ কয়েকজন গোরক্ষক নিহত হয়েছে, কিন্তু তা নিয়ে মিডিয়া হইচই করে না। কিন্তু গোপাচারকারী নিহত হলেই ইলেকট্রনিক মিডিয়া মাঠে নেমে পড়ে, সংসদে শোরগোল হয়।
রাজা ট্যুইট করেন, রাকবর খানকে গণপিটুনির দিনই রাম ভীল নামে এক দলিতকেও রাজস্থানে একটি মুসলিম পরিবার পিটিয়ে মারে। সেই পরিবারের একটি মেয়েকে সে ভালবাসত। কিন্তু মিডিয়া, ধর্মনিরপেক্ষ দলগুলি মুখে কুলুপ এঁটেছে।
গরুর ‘রাষ্ট্রমাতা’র মর্যাদা চাই, নয়তো বন্ধ হবে না গণপিটুনি, বললেন তেলঙ্গানার বিজেপি বিধায়ক
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2018 09:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -