চেন্নাই: ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে গতকাল মাঝরাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯৪ বছর বয়সের অশীতিপর নেতা মূত্রনালীতে সংক্রমণের জেরে কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এবার তাঁর রক্তচাপও কমে গিয়েছে।
চেন্নাইয়ের কাবেরী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন করুণানিধি। রাত দেড়টা নাগাদ তাঁকে আনা হয় এখানে। পরে হাসপাতাল জানিয়েছে, তাঁর রক্তচাপ আপাতত স্থিতিশীল, বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর দায়িত্বে রয়েছেন।
[embed]https://twitter.com/Madrassan/status/1022927173026377728?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1022927173026377728&ref_url=https%3A%2F%2Fwww.abplive.in%2Findia-news%2Fm-karunanidhi-moved-to-kauvery-hospital-after-drop-in-blood-pressure-733539[/embed]
এর আগে ডিএমকের কার্যনির্বাহী সভাপতি এম কে স্টালিন সাধারণ মানুষকে অনুরোধ করেন, তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়াতে, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। কিন্তু কয়েকজন ইচ্ছে করে তাঁর সম্পর্কে মিথ্যে খবর রটাচ্ছে বলে স্টালিন অভিযোগ করেন।
[embed]https://twitter.com/kalaignar89/status/1022951151040249856?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1022951151040249856&ref_url=https%3A%2F%2Fwww.abplive.in%2Findia-news%2Fm-karunanidhi-moved-to-kauvery-hospital-after-drop-in-blood-pressure-733539[/embed]
শারীরিক অসুস্থতার কারণে গত ২ বছর ধরে জনসমক্ষে আসছেন না ডিএমকে প্রধান। তবে দলের সর্বোচ্চ পদ এখনও তাঁর দখলে। কালাইগনার বা শিল্পী হিসেবে সমর্থক, অনুরাগীদের মধ্যে পরিচিত করুণানিধি গতকালই দলীয় প্রধান হিসেবে ৫০ বছরে পড়েছেন। ২০১৬-র অক্টোবর থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। অল্পদিন আগে তাঁর ট্রাকিওস্টমি টিউব পরিবর্তন করা হয়, যাতে সহজে শ্বাসপ্রশ্বাস নিতে পারেন।
২০১৬-র ডিসেম্বরে তামিল রাজনীতিতে করুণার প্রবল প্রতিদ্বন্দ্বী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু হয়।
ডিএমকে প্রধান করুণানিধি অসুস্থ, মাঝরাতে ভর্তি করা হল হাসপাতালে
ABP Ananda, Web Desk
Updated at:
28 Jul 2018 09:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -