সেনাবাহিনীর ১৭ লাইট ইনফ্যান্ট্রির জওয়ান মনদীপকে গত বছরের ২৮ অক্টোবর কুপওয়ারার মাচিল সেক্টরে হত্যা করেই ক্ষান্ত হয়নি পাকিস্তানি সেনার মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, পাক সেনার কভার ফায়ারিংয়ের সুযোগে পাক অধিকৃত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে তাঁর দেহটি বিকৃত করে ফেলে রেখে চলে যায় তারা। সম্ভবত, মনদীপের মুন্ডচ্ছেদ করা হয়েছিল।
মনদীপের শ্যালক সচিন বলেছেন, সরকারের প্রতিশ্রুতি পালন করা উচিত। মনদীপের ভাইকে একটা চাকরি দেওয়া প্রয়োজন। হরিয়ানা পুলিশের হেড কনস্টেবল মনদীপের স্ত্রীরও পদোন্নতি হওয়া উচিত। ওঁর মাকেও হয় পেট্রল পাম্প বা গ্যাস স্টেশনের ডিলারশিপ দেওয়া হোক।
মনদীপের ভাই সন্দীপ সংবাদ সংস্থাকে বলেছেন, সরকার তার প্রতিশ্রুতি পূরণ করুক, শুধু এটুকুই তাঁদের দাবি।
ইতিমধ্যেই মনদীপের আত্মীয়দের ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার।