ভোপাল: বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের মাদ্রাসা বোর্ড ইসলামে দেশপ্রেমের স্থান, গুরুত্ব কোথায়, পড়ুয়াদের শেখানোর উদ্যোগ নিল। তারা এজন্য একটি সিলেবাসও তৈরি করছে যাতে শিক্ষার্থীদের পড়ানো হবে, তারা যে ধর্ম অনুসরণ করে অর্থাত্ ইসলাম, তাতে দেশপ্রেমকে কতটা গুরুত্ব দেওয়া হয়, দেশকে যারা ভালবাসে, তাদের কতটা মহান করে দেখানো হয়, দেশের প্রতি আনুগত্যকে কতটা বিরাট মূল্য দেওয়া হয়।
এ কথা জানিয়েছেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ইমাদ উদ্দিন। সিলেবাসের বিষয়, ইসলামে দেশপ্রেমের গুরুত্ব কী।
পাশাপাশি তিনি বলেছেন, নরেন্দ্র মোদী, শিবরাজ সিংহ চৌহান, আবুল কালাম আজাদ, এপিজে আবদুল কালাম, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ও অন্যদের জীবনীর ওপর অধ্যায়ও থাকবে, যাতে শিক্ষার্থীরা তাঁদের সংগ্রাম ও সাফল্যের ব্যাপারে জানতে পারে। নর্মদা নদী সংরক্ষণও সিলেবাসের অন্তর্ভুক্ত হবে।
তিনি এও বলেন, দেশকে ভালবাসা নতুন কিছু নয়। দেশপ্রেম আছে। এটা মনে করা ঠিক নয় যে, মাদ্রাসার পড়ুয়ারা দেশপ্রেম কী জানে না। তাদের ধর্মেই দেশপ্রেম আছে।
ইসলামে দেশপ্রেম কী, শেখাবে মধ্যপ্রদেশের মাদ্রাসা বোর্ড, পড়াবে মোদী, শিবরাজ, কালামের জীবনী
Web Desk, ABP Ananda
Updated at:
31 Mar 2017 07:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -