দেশে প্রথম, সুখের সন্ধান দিতে দফতর শিবরাজের রাজ্যে!
web desk, ABP Ananda | 15 Jul 2016 12:24 PM (IST)
ভোপাল: কোনও রাজ্য তার জনগণকে সুখের সন্ধান দিতে একেবারে একটা আস্ত দফতর খুলেছে, শুনেছেন? এ খবর সত্যিই। মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহানের বিজেপি সরকার রাজ্যবাসীকে ভাল রাখতে ‘সুখ দফতর’ খুলল। সারা দেশে এই প্রথম এমন কোনও দফতর তৈরি হল। আপাতত এই দফতরের মাথায় থাকছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তিনি এই অভিনব উদ্যোগ সম্পর্কে বলেছেন, সাধারণত লোকে সুখী কিনা, তা আর্থিক সমৃদ্ধির মাপকাঠিতে বিচার করা হয়। কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। কারণ যুগ যুগ ধরে আমাদের দেশ অন্যরকম ভেবেছে। রুটি, কাপড়, ঘরের মতো মৌলিক, আবশ্যিক চাহিদার পাশাপাশি সুখী হতে গেলে আরও কিছু দরকার হয়। তিনি জানান, নবগঠিত দফতরে বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল তৈরি করা হবে। মানুষের জীবনে সুখের গ্যারান্টি সুনিশ্চিত করার উপায় বাতলে দেবেন তাঁরা। গত এপ্রিলেই সুখ দফতর তৈরির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, শুধু পার্থিব স্বাচ্ছন্দ্য এলেই সুখ থাকে না। জীবনে ইতিবাচক দিশা থাকতে হয়। তাহলে মানুষ আত্মহত্যার মতো চরম পথে ঝোঁকে না। ভুটানে আগেই সুখ দফতর তৈরি হয়েছে বলে জানান চৌহান। সেখানে নাকি কে কতটা সুখী, তার পরিমাপ করার জন্য ‘হ্যাপিনেস ইনডেক্স’ চালু রয়েছে। তাহলে যদি সুখের খোঁজ চান, আপনাকে যেতেই হবে মধ্যপ্রদেশে!