নয়াদিল্লি: মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে হারিয়ে মুঙ্গাউলি ও কোলারাস বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পর রাহুল গাঁধীর দাবি, কুশাসন ও ঔদ্ধত্যের পরাজয় এটা!


দুটি কেন্দ্র কংগ্রেসেরই ছিল। এবার জয়ের ব্যবধান কমলেও সেগুলি ধরে রেখেছে তারা।  সামনেই মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। সেদিকে ইঙ্গিত করেই কংগ্রেস সভাপতি ট্যুইটে লেখেন, অপশাসন, ঔদ্ধত্যের ফলেই এই পরাজয়, পাশাপাশি এই জয় আশার আলোও। আরেকটি ট্যুইটে রাহুল বলেন, প্রথমে রাজস্থান। তারপর মধ্যপ্রদেশ। প্রমাণ হল যে, বদলের সম্ভাবনা দুয়ারে কড়া নাড়ছে।




রাহুল গতকাল এও বলেন, চলতি মাসের শুরুতে রাজস্থানের আলোয়ার, আজমেরের জয়ও এ বছরের শেষে দুটি রাজ্যে হতে চলা ভোট কংগ্রেসের পক্ষে শুভ ব্যাপার।
কোলারাসে কংগ্রেস প্রার্থী মহেন্দ্র সিংহ যাদব বিজেপির দেবেন্দ্র জৈনকে ৮০৮৬ ভোটে হারিয়ে জিতেছেন। মহেন্দ্র পেয়েছেন ৮২৫২৩টি ভোট, দেবেন্দ্রর প্রাপ্ত ভোট ৭৪৪৩৭ ভোট। ২০১৩-য় কংগ্রেস সেখানে জিতেছিল ২৪৯৫৩ ভোটে।
মুঙ্গাউলিতে কংগ্রেসের ব্রজেন্দ্র সিংহ যাদব বিজেপির বাই সাহাব যাদবকে ২১২৪ ভোটে পরাজিত করেছেন। ব্রজেন্দ্র পেয়েছেন ৭০৮০৮টি ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ৬৮৬৮৪ ভোট। ২০১৩-য় কংগ্রেসের এই কেন্দ্রে জয়ের মার্জিন ছিল ২০৭৬৫।

গতকালের জয়ের পর মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী পদে দলের মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ট্যুইট করেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে মানুষকে ধন্যবাদ জানাই। এই জয়ের জন্য সবাইকে অভিনন্দন। আপনাদের পাশে থাকব, আমার ওপর আপনাদের আস্থাকে মর্যাদা দেব। এটা অর্থবলের বিরুদ্ধে মানুষের বিশ্বাসের জয়।