করোনা আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, নিজেই জানালেন ট্যুইট করে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2020 12:48 PM (IST)
করোনাভাইরাস আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর করোনা টেস্ট পজিটিভ এসেছে। তিনি নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন। বিগত দিনগুলিতে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের তিনি করোনা টেস্ট করানোর ও কোয়ারেন্টিনে যাওয়ার আর্জি জানিয়েছেন।
ভোপাল: করোনাভাইরাস আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর করোনা টেস্ট পজিটিভ এসেছে। তিনি নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন। বিগত দিনগুলিতে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের তিনি করোনা টেস্ট করানোর ও কোয়ারেন্টিনে যাওয়ার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রিয় রাজ্যবাসী, আমার কোভিড-১৯ উপসর্গ দেখা যাচ্ছিল। টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সমস্ত সঙ্গীদের কাছে আর্জি, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা করোনা টেস্ট করিয়ে নিন। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন কোয়ারেন্টিনে চলে যান। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত আক্রান্তর সংখ্যা ২৬,২১০। এরমধ্যে সক্রিয় আক্রান্তর সংখ্যা ৭,৫৫৩। সুস্থ হয়ে উঠেছেন ১৭,৮৬৬। মৃত্যু হয়েছে ৭৯১ জনের। গত ৪৮ ঘন্টায় ভারতে নতুন করে প্রায় ১ লক্ষ জন সংক্রমিত দেশে কোভিড-১৯ প্রকোপ রুখতে গত চারমাসে জারি করা সুরক্ষা প্রোটোকল সত্ত্বেও দেশে আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। শনিবার দেশে আক্রান্তের সংখ্যা ৪৮,৯১৬। এর একদিন আগে শুক্রবার দেশে নতুন করে সংক্রমণের সংখ্যা ছিল ৪৯,৩১০। দুদিন মিলিয়ে তা প্রায় একলক্ষের কাছাকাছি।