ভোপাল: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের (মনরেগা)জব কার্ড। সেই কার্ডে দীপিকা পাড়ুকোন ও দিয়া মির্জার ছবি! মধ্যপ্রদেশের খরগোন জেলায় এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জব কার্ডের ঠিকানা সঠিক, কিন্তু ছবির জায়গায় অভিনেত্রীর ছবি। এই ত্রুটি সামনে আসার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রায় এক ডজনের বেশি এ ধরনের কার্ড পাওয়া গিয়েছে। নজরে পড়েছে যে, কার্ডে নাম রয়েছে পুরুষ বেনিফিসিয়ারির, কিন্তু ছবি দীপিকা ও দিয়া মির্জার।
এই পুরো ঘটনা সামনে এসেছে আরটিআই কর্মী সন্দীপ মদাহারের উদ্যোগে। তিনি দাবি করেছেন, এটা কোনও টাইপের ভুল নয়। বরং প্রকৃত প্রাপকদের প্রাপ্য ছিনিয়ে নেওয়ার সুপরিকল্পিত দুর্নীতি। তিনি এই মামলার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন। সন্দীপ বলেছেন, প্রতি পাঁচ বছর অন্তর মনরেগা কার্ড পুনর্নবীকরণ করা হয়। সিরিয়াল নম্বর একই থাকে। তিনি জানিয়েছেন, তিনি যখন গ্রামে গিয়েছিলেন, তখন এমন অনেককেই দেখেছেন, যাঁরা জানেন না এই নিয়মের ব্যাপারে। সন্দীপের দাবি, নতুন কার্ডের সঙ্গে পুরানো সিরিয়াল নম্বর মিলছে না। কেউ পুনর্নবীকরণের জন্য আবেদনো করেননি।
মোনু শিবশঙ্কর নামে এক ব্যক্তি বলেছেন, মনরেগা-র আওতায় তিনি কোনও কাজ করেননি। কিন্তু তাঁর জব কার্ডে রয়েছে দীপিকা পাড়ুকোনের ছবি রয়েছে। শিবশঙ্কর বলেছেন, তাঁর কাছে কোনও কার্ড নেই।
আরও এক ব্যক্তি জানিয়েছেন, গ্রামে তাঁর একশ দিনের কাজ মেলেনি। কিন্তু তাঁর নামের কার্ডেও বলিউড অভিনেত্রীর ছবি রয়েছে।
এই ঘটনা সম্পর্কে খরগোন জেলা পঞ্চায়েতের সিইও গৌরব বেনল জানিয়েছেন, এ ব্যাপারে তাঁর কাছে অভিযোগ জমা পড়েছে। এর ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।