ইন্দৌর:  অদ্ভূত ঘটনা মধ্যপ্রদেশের মুসাখেড়ি এলাকায়। এমন আজব বিয়ে কেউ দেখেনি। সাজল মণ্ডপ, এলেন আমন্ত্রিতরা। বাজল বাদ্যি। বরযাত্রীরা মেতে উঠলেন উত্সবে। আসলে এক যুবকের সঙ্গে আর এক যুবকের বিয়ে দেওয়া হল অন্ধবিশ্বাসের তাগিদে।
ভরা বর্ষায় বৃষ্টি না হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছেন ইন্দৌরের লোকজন। এখানে অন্ধবিশ্বাস রয়েছে, যে দুই যুবকের বিয়ে হলে বৃষ্টি হয়। এই কুসংস্কারের জেরেই দুটি যুবকের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
এরইমধ্যে আকাশ কালো করে এক পশলা বৃষ্টি হয়।বিয়ের আয়োজকরা তো এতে অহ্লাদে আটখানা। কিন্তু সমলিঙ্গের বিবাহের সঙ্গে বৃষ্টির সম্পর্কেও কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বৃষ্টি প্রাকৃতিক কারণের ওপর নির্ভর করে।