ভোপাল: কৃষক অসন্তোষ নিয়ে শিবরাজ সিংহ চৌহানের কপালের ভাঁজ আরও গভীর হল। রাজ্যে তুমুল কৃষক বিক্ষোভের মধ্যেই সিহোর জেলার এক কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছেন। এই নিয়ে মধ্যপ্রদেশের ২ জন কৃষক বেছে নিলেন ঋণের দায়ে আত্মহত্যার পথ।
সিহোরের রেহটি তহসিলের যাজনা গ্রামে থাকতেন দুলচাঁদ নামে ওই কৃষক। তাঁর ছেলে জানিয়েছেন, বছর পঞ্চান্নর ওই কৃষকের ব্যাঙ্কে ৪ লাখ ও অন্যত্র আরও ২ লাখ টাকা দেনা ছিল। ৬ লাখ টাকা দেনার চাপে কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। গতকাল বাড়িতে যখন আর কেউ ছিল না, তখন কীটনাশক খেয়ে তিনি আত্মহত্যা করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এর আগে গত সপ্তাহে রায়সেন জেলায় এক ঋণগ্রস্ত চাষী বিষ খেয়ে আত্মহত্যা করেন। তাঁর ১০ লাখের মত ঋণ ছিল বলে খবর।


বিক্ষুব্ধ কৃষকদের ওপর গত সপ্তাহে পুলিশের গুলিতে ৬ জনের মৃত্যু হয়। বিক্ষোভ থামাতে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান অনশনেও বসেন।
মধ্যপ্রদেশের কৃষকদের মাথায় ৭৪ হাজার কোটি টাকার ঋণ রয়েছে। এই হিসেবে প্রত্যেক কৃষক পরিবারের ওপর ঝুলছে ৩২,১০০ টাকার ঋণ।