ভোপাল: কৃষক বিক্ষোভ মেটাতে অনশনে বসলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচীর জন্য ভোপালের দশেরা ময়দানে রাতারাতি গড়ে উঠেছে ওয়াটারপ্রুফ প্যান্ডেল। ১৬০ ফুট লম্বা ও ৬০ ফুট চওয়া ওই প্যান্ডেলের সামনে রয়েছে প্রায় ৪০০ টি চেয়ার।


শুধু তাই নয়, মঞ্চের পিছনে তৈরি হয়েছে কেবিন। সেখানে কৃষক প্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কেবিনে রয়েছে খাটও। এছাড়াও চাওয়া হয়েছে কুলার। ব্যবস্থা হয়েছে শৌচাগারেরও।

মুখ্যমন্ত্রীর এই অনশনের পাল্টা জেল ভরো আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। অশান্তি এড়াতে রাজ্যে মোতায়েন ১৩ কোম্পানি আধা সামরিক সেনা। রাজ্যে ক্রমশ ছড়াচ্ছে কৃষক বিক্ষোভ। আন্দোলন শুরু হওয়ার প্রায় একসপ্তাহ পরে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি।

কয়েকদিন ধরেই কৃষক বিক্ষোভে অগ্নিগর্ভ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে একথা বুঝেই এবার অনশনের কৌশল নিলেন শিবরাজ।

গতকাল শিবরাজ বলেন, রাজ্যে শান্তি ফিরে না আসা পর্যন্ত অনশন করবেন তিনি। তাঁর দাবি, রাজ্য সরকার কৃষকদের স্বার্থেই কাজ করছে। কৃষকদের জন্য বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। কৃষকদের সমস্যা সমাধানে সরকার নিরন্তর কাজ করছে।

একইসঙ্গে তিনি বলেছেন, প্রতিবাদের নামে যারা হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করা হবে। দশেরা ময়দান থেকেই তিনি সরকার চালাবেন বলে জানিয়েছেন শিবরাজ।

মুখ্যমন্ত্রীর এই অনশনের সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধীরা। রাজ্য বিধানসভার বিরোধী নেতা অজয় সিংহ বলেছেন, মুখ্যমন্ত্রী ‘নাটক’ করছেন। এই নাটকে কেজরীবালের মতো কয়েক কোটি টাকা খরচ করা হবে।
সিপিএমের রাজ্য সম্পাদক বলেছেন, আন্দোলনে নিহত কৃষকদের সম্পর্কে অভব্য মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে সেই তিনিই আবার শান্তি ফেরাতে অনশনে বসছেন। এটা ভণ্ডামি ছাড়া অন্য কিছু নয়। সিপিএমের অভিযোগ, নিহতদের পরিবারের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন শিবরাজ।