ভোপাল: পাঁচ ধর্মগুরুকে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এই মর্যাদা প্রদানের আগে সরকার কম্পিউটার বাবা, ভাইয়ুজি মহারাজ, নর্মদানন্দজী, হরিহরনন্দজী এবং পন্ডিত যোগেন্দ্র মহন্তকে নর্মদার তীর বরাবর বৃক্ষরোপন, জলসংরক্ষণ এবং স্বচ্ছ্বতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য গঠিত একটি কমিটিতে নিয়োগ করে।
ওই কমিটির সদস্য হিসেবে পাঁচ ধর্মগুরুকে রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়। প্রশাসনিক বিভাগের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
সরকারের এই পদক্ষেপের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দল কংগ্রেস। এই ধর্মগুরুদের ধর্মীয় আবেদন সরকার ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেছেন, রাজনৈতিক ফায়দার জন্য এটা গিমিক ছাড়া অন্য কিছু নয়। এখন ওই ধর্মগুরুদের সমীক্ষা করে দেখা উচিত যে, মুখ্যমন্ত্রী যে ছয় লক্ষ গাছের চারা রোপনের দাবি করেছিলেন, সেগুলি কোথায় গেল।