টাকার লোভ দেখিয়ে ৯ বছরের বালিকাকে ধর্ষণ, গ্রেফতার যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 May 2020 12:32 PM (IST)
টাকা দেওয়ার লোভ দেখিয়ে ৯ বছরের মেয়েকে ধর্ষণ! ২৩ বছরের যুবককে গ্রেফতার করল পুলিশ।
রাজগড়: টাকা দেওয়ার লোভ দেখিয়ে ৯ বছরের মেয়েকে ধর্ষণ! ২৩ বছরের যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি মধ্যপ্রদেশের রাজগড় জেলার। অভিযুক্ত যুবকের নাম ইন্দর সিং তানওয়ার। ৯ বছরের বালিকাটির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পরিবারের অভিযোগ, মাত্র ১০০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ওই বালিকাকে নির্জন স্থানে নিয়ে যায় ওই যুবক। এরপর একটি গাছের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাঁকে। কোটওয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ডি পি লোহিয়া জানান, বাড়ি ফিরে ওই বালিকা তার পরিবারকে সমস্ত ঘটনা খুলে বলে। তার সেই কথার ভিত্তিতেই অভিযোগ দায়ের করেন পরিবার। ইন্দর সিং তানওয়ারকে ভারতীয় দন্ডবিধির ৩৬৭ নম্বর ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।