পান্না: কথায় আছে না, রাখে হরি মারে কে – সত্যিই তাই! ছিলেন গরিব মজদুর, হীরা হাতে আসতেই রাতারাতি হয়ে গেলেন লাখপতি। ঘটনা মধ্যপ্রদেশের পান্নার।





সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মধ্যপ্রদেশের পান্না জেলায় খাদান খুঁড়ে তিনটি হীরা পেলেন সুবল নামের এক মজদুর। যার মোট ওজন ৭.৫ ক্যারেট। সংশ্লিষ্টমহলের মতে ওই হীরাগুলোর আনুমানিক মূল্য হবে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা। সুবল নামের ওই মজদুর তিনটি হীরাই পান্না জেলার ডায়মন্ড অফিসার আরকে পাণ্ড্য-কে জমা দিয়েছেন। এই হীরা নিলাম করা হবে। তারপর যা মূল্য পাওয়া যাবে, তা থেকে ১২ শতাংশ টাকা কর বাবদ রেখে ৮৮ শতাংশই দিয়ে দেওয়া হবে মালিককে।


উল্লেখ্য, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এলাকার পান্না গ্রামে দিন কয়েক আগেও হীরা পাওয়ার ঘটনা সামনে এসেছিল। এক মজদুর ১০.৬৯ ক্যারেট হীরা পেয়েছেন বলে জানা যায়। দেশ তো বটেই বিশ্বেও এই অঞ্চলের পরিচিতি হীরার খনি হিসেবেই।