বেতুলের কোতয়ালি থানার টাউন ইন্সপেক্টর রাজেশ সাহু জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির নাম নিমিষ সরিয়াম। তাঁর বিরুদ্ধে গতকাল রাতে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বেতুল কেন্দ্র থেকে ধ্রুবের বিরুদ্ধে লড়াই করে হেরে যাওয়া প্রয়াত কংগ্রেস নেতা ওঝারাম ইভানে অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী গোন্দ উপজাতির। ২০১৪ সালেও ধ্রুবের বিরুদ্ধে জাল শংসাপত্র পেশের অভিযোগ করেন শঙ্কর পেনদ্রাম। ২০১৭-র ১ এপ্রিল মধ্যপ্রদেশ সরকারের উচ্চপর্যায়ের কমিটি জানায়, ধ্রুবের বিরুদ্ধে জাল শংসাপত্র পেশের অভিযোগ ঠিক। তিনি তফশিলি উপজাতির নন। যদিও ২০১৬ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে গঠিত একটি কমিটি এই বিষয়টি ফের খতিয়ে দেখার কথা জানিয়েছে।