মধ্যপ্রদেশে প্রকাশ্যে দশ বছরের মেয়েকে শ্লীলতাহানি, ধরা পড়ল সিসিটিভিতে, গ্রেফতার দুই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2017 11:59 AM (IST)
ভোপাল: সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ফুটেজে দেখা যায় কীভাবে প্রকাশ্য রাস্তায় এক দশ বছরের মেয়েকে শ্লীলতাহানি করছে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি। সেই ঘটনাটি আবার সামনে দেখে নির্বিকারভাবে চলে যায় আর এক ব্যক্তি। এই ঘটনা সামনে আসার পরই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ প্রশাসন। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৪ সেপ্টেম্বর, শিবপুরী এলাকার সদর বাজারে। ভোপাল থেকে ৩০০ কিমি দূরে এই জায়গাটি। ঘটনাস্থল থেকে যে সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি এসে আচমকাই দশ বছর বয়সি একটি মেয়েকে শ্লীলতাহানি করছে। অপর এক ব্যক্তি গোটা ঘটনাটি দেখে, বিনা প্রতিবাদে সেখান থেকে চলে যায়। যদিও তার চেয়েও ভয়াবহ কিছু ঘটার আগে মেয়েটি কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্ত ব্যক্তিকেই গ্রেফতার করে পুলিশ, এএনআইকে জানিয়েছেন অ্যাডিশনাল এসপি কমল মৌর্য। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।