সিংরাউলি: উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশ। জমি বিবাদে মৃত্যু হল আদিবাসী নাগরিকের। গত বুধবার জমি বিবাদে নিহত হয়েছেন ১০ জন আদিবাসী। আহত অন্ততপক্ষে ২৮ জন। সোনভদ্রের এই ঘটনার সপ্তাহখানেক কাটতে না কাটতেই মধ্যপ্রদেশের সিংরাউলিতে জমি বিবাদে প্রাণ গেল এক আদিবাসী মহিলার। মৃতের নাম কিরণ কল। অভিযোগ, বন্ধু বিয়াস (৫৫) ও তাঁর ছেলে লালপতি বিয়াস (৩০) ওই মহিলাকে ট্রাক্টর চাপা দিয়ে খুন করেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে বিয়াস পরিবারেরই আরও এক সদস্য প্রভাকর বিয়াসেরও (২৫)।
শুক্রবার, জেলা সদর দফতর থেকে ৬০ কিলোমিটার দূরে ঢিলারি জেলায় এই ঘটনা ঘটেছে। জিয়াওয়ান থানার ইন্সপেক্টর নেহেরু সিংহ পিটিআই-কে জানিয়েছেন, “মৃত মহিলা ও অভিযুক্তদের মধ্যে জমি নিয়ে বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। শুক্রবার জমি চাষ করতে গিয়ে অভিযু্ক্তরা দাবি করেন ওই জমি তাঁদের। কিরণ তাঁদের দাবি নস্যাৎ করে বলেন, বিগত তিন দশক ধরে ওই জমির মালিকানা রয়েছে তাঁর পরিবারের হাতে।” এরপরই কিরণের ওপর চড়াও হন বন্ধু বিয়াস ও তাঁর পরিবার। এমনকি কিরণের শ্বশুর বিশেশ্বর কলের (৬০) ওপরও আক্রমণ করেন তাঁরা। লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
শুক্রবার আহত কিরণকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবারই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযু্ক্তদের গ্রেফতার করা হয়েছে। বন্ধু বিয়াস, লালপতি বিয়াস ও প্রভাকর বিয়াসের বিরুদ্ধে খুনের চক্রান্ত, খুন এবং তফশিলি ও উপজাতি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।