চেন্নাই: মুখ্যমন্ত্রী জয়ললিতা কেমন আছেন, তাঁর শারীরিক অবস্থা কেমন, সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পেশ করুক সরকার- এই আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দায়ের করেছিলেন ট্রাফিক রামস্বামী নামে এক সমাজকর্মী। এরই প্রেক্ষিতে হাইকোর্ট জানিয়েছে, এটা কোনও রাজনৈতিক বিষয়ই নয়। প্রচারের উদ্দেশ্যেও এই ইস্যুটিকে ব্যবহার করা উচিত নয়। তাঁর আবেদন খারিজ করে দেয় কোর্ট।
প্রসঙ্গত, জ্বর এবং ডিহাইড্রেশন নিয়ে গত ২২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন জয়া আম্মা। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


জানা গিয়েছে, বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলের ফার্স্ট বেঞ্চ এই পিটিশনের প্রেক্ষিতে জানায়, এটা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। পিটিশনটি জনস্বার্থ মামলা। কোর্ট আরও বলে, হাসপাতাল ইতিমধ্যেই এআইএডিএমকে নেত্রীর স্বাস্থ্য সম্পর্কিত একটি বুলেটিন প্রকাশ করেছে। এই পিটিশনটিও খারিজ করে দেয় কোর্ট।

রামাস্বামীর বক্তব্য ছিল, জয়ললিতার বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন, তা ভীষণভাবে জানতে চায় তামিলনাড়ুবাসী। তাই, এব্যাপারে একটি রিপোর্ট পেশ করুক সরকার, এই দাবিতেই পিটিশন দায়ের করেছিলেন তিনি। হাসপাতালে জয়া আম্মার মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের ছবি প্রকাশেরও দাবি জানানো হয় ওই পিটিশনে। সেই প্রেক্ষিতেই এই রায় মাদ্রাজ হাইকোর্টের।