রাজীব গাঁধীর হত্যাকারী রবার্ট পায়াসের ৩০ দিনের প্যারোল মঞ্জুর মাদ্রাজ হাইকোর্টের
Web Desk, ABP Ananda | 21 Nov 2019 09:05 PM (IST)
১৯৯১ সালের ১৬ অগাস্ট থেকে জেলে বন্দি রবার্ট। ২৮ বছরেরও বেশি সময় ধরে তিনি সাজা ভোগ করছেন।
চেন্নাই: রাজীব গাঁধীর হত্যাকারী রবার্ট পায়াসকে ৩০ দিনের প্যারোলে মুক্তি দিল মাদ্রাজ হাইকোর্ট। প্যারোলের মেয়াদ ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ছেলে তামিলকোর বিয়ের জন্য প্যারোলের আবেদন জানিয়েছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রবার্ট। তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি আর এম টি টিকা রমনের ডিভিশন বেঞ্চ। নীলঙ্কারাই থানা এলাকায় চন্দ্রশেখরন নামে এক ব্যক্তির বাড়িতে থাকবেন রবার্ট। এই মর্মে চন্দ্রশেখরনের কাছ থেকে হলফনামা নিয়েছে আদালত। ১৯৯১ সালের ১৬ অগাস্ট থেকে জেলে বন্দি রবার্ট। ২৮ বছরেরও বেশি সময় ধরে তিনি সাজা ভোগ করছেন। সে কথা উল্লেখ করেই প্যারোলের আবেদন জানিয়েছিলেন রাজীবের হত্যাকারী। তিনি আবেদনে আরও বলেন, জেলে ভাল আচরণের জন্য তামিলনাড়ু সরকার তাঁকে ছুটি দিলেও তিনি জেলের বাইরে যাননি। এ বছরের অগাস্টে ডিআইজি কারার কাছে প্যারোলের আবেদন জানালেও, কোনও উত্তর পাননি। সেই কারণেই হাইকোর্টের দ্বারস্থ হন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোল মঞ্জুর করে আদালত।