মাদুরাই: ব্লু হোয়েল চ্যালেঞ্জের মতো মারণ অনলাইন গেমের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। মাদুরাইয়ে এক ছাত্র এই প্রাণঘাতী গেমের শিকার হওয়ার পরিপ্রেক্ষিতেই এই কথা জানাল আদালত।
বুধবার আত্মহত্যা করেন এক কলেজছাত্র। তাঁর বন্ধুরা জানিয়েছেন, আত্মঘাতী ছাত্র ব্লু হোয়েল চ্যালেঞ্জ খেলতেন। এই গেমের প্রতি আসক্তির কারণে বাবা-মা সহ সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে আরও কয়েকজন তরুণ ব্লু হোয়েলের শিকার। সেই কারণেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এই অনলাইন গেম নিষিদ্ধ করা এবং এর বিরুদ্ধে আবেদন জানানোর অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কৃষ্ণমূর্তি নামে এক আইনজীবী। তাঁর এই আবেদন মঞ্জুর করে ব্লু হোয়েলের মতো মারণখেলার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি কে কে শশীধরণ ও বিচারপতি জি আর স্বামীনাথন। আগামী সোমবার এই মামলার শুনানি হবে।
প্রাণঘাতী অনলাইন গেমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানাল মাদ্রাজ হাইকোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2017 04:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -