মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা ভেঙে মধ্যবর্তী নির্বাচনের জন্য তৈরি বিজেপি। রাজ্যে সরকারের শরিক শিবসেনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

উল্লেখ্য, রাজ্যে কৃষি সংকটের পরিপ্রেক্ষিতে ঋণ মকুবের দাবি নিয়ে কৃষকদের আন্দোলন ঘিরে অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, সরকার ঋণ মকুবের ঘোষণা না করলে তাঁর দল সমর্থন তুলে নিতে পারে। রাউতের এই মন্তব্য অকাল নির্বাচনের জল্পনা উস্কে দেয়।

কৃষক আন্দোলনের চাপের মুখে মহারাষ্ট্র সরকার গত রবিবার ঋণ মকুবের ঘোষণা করেছে।

শরিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্পর্ক এখন এমনিতেই আদায়-কাঁচকলায়। এরইমধ্যে নাম না করে শিবসেনাকে কটাক্ষ করে ফড়ণবীস বলেছেন, কেউ কেউ সরকার ফেলে দেওয়ার কথা বলছে। তারা সমর্থন তুলে নেওয়ার কথা বলছে। আমরা কিন্তু মধ্যবর্তী নির্বাচনের জন্য তৈরি।

ফড়ণবীশ আরও বলেছেন, কেউ যদি আমাদের মধ্যবর্তী ভোটে যেতে বাধ্য করে তাহলেও আমি আত্মবিশ্বাসী যে, আমরাই আবার সরকার গড়ব।

উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সংস্থাগুলির নির্বাচনে বিজেপি সাফল্য পেয়েছে। এই সাফল্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন,  বিভিন্ন ধরনের আন্দোলন সত্ত্বেও মানুষ তাঁদের সরকারের ওপর আস্থা রেখেছে।

ফড়ণবীশের দাবি, দল যে সাফল্য পেয়েছে, তা নজিরবিহীন। কংগ্রেস-এনসিপি তাদের সেরা সময়েও এত সাফল্য পায়নি।