মুম্বই: গত এক সপ্তাহের বৃষ্টিপাতে মহারাষ্ট্রের বহু জায়গা প্লাবিত। বিশেষ করে রাজ্যের পশ্চিম প্রান্তের একাধিক এলাকায় বন্যা-পরিস্থিতি। এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই তালিকায় বৃহস্পতিবার সাংলি জেলায় ব্রহ্মনাল গ্রামে নৌকাডুবিতে মৃত ১৭ জন রয়েছেন। উদ্ধারকার্য চলাকালীন ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চার লক্ষাধিক মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
গত এক সপ্তাহ ধরে কোলাপুর, সাংলি, সাতারা, ঠাণে, পুণে, নাসিক, পালঘর, রত্নগিরি, রায়গড় ও সিন্ধুদূর্গ জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোলাপুর ও সাংলি। মোট ৪,২৪ লক্ষ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। শুধুমাত্র কোলাপুরেই প্রায় আড়াই লক্ষ মানুষকে স্থানান্তরিত করতে হয়েছে। এই জেলার ৭৬১ গ্রাম বন্যা-কবলিত। সেখানে হেলিকপ্টারে করে খাবারের প্যাকেট ফেলা হচ্ছে। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন।
পরিস্থিতির মোকাবিলায় ত্রাণ ও উদ্ধারকার্যে এই ১০ জেলায় একযোগে কাজ করে চলেছে এনডিআরএফ-এর ২৯টি, রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্টের ৩টি, ও উপকূলরক্ষী বাহিনী (১৬), নৌসেনা (৪১), স্থলসেনা (২১) টিম। ৩৬৯টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। ঠাণে থেকে ১০০ চিকিৎসকের একটি টিম সাংলি ও কোলাপুরে পৌঁছেছে।
মহারাষ্ট্রের পাশাপাশি, বন্যা-পরিস্থিতি রয়েছে তামিলনাড়ুতেও। পার্বত্য নিলগিরি অঞ্চলের আভালাঞ্চিতে আটকে পড়া মানুষকে বায়ুসেনার কপ্টারে করে অন্যত্র সরানো হয়। পাইকারা বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৪৯টি শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে।
বন্যা-কবলিত মহারাষ্ট্রে মৃত ৩০, গৃহহীন প্রায় ৪ লক্ষ মানুষ
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2019 07:17 PM (IST)
মহারাষ্ট্রের পাশাপাশি, বন্যা-পরিস্থিতি রয়েছে তামিলনাড়ুতেও।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -