মুম্বই: মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)-এর প্রাক্তন প্রধান হিমাংশু রায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার নিজের বাসভবনে সার্ভিস রিভালভর থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ।
পুলিশের প্রাক্তন অতিরিক্ত ডিরেক্টর জেনারেলকে বম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
২০১২-১৪ পর্যন্ত পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন হিমাংশু রায়। আইপিএলে বেটিং কেলেঙ্কারির তদন্তে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
এরপর তাঁকে এটিএসে বদলি করা হয়। তাঁর এই পদে থাকার সময়ই বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আমেরিকান স্কুল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার ছক কষার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনিস আনসারিকে গ্রেফতার করা হয়েছিল।