নাসিক :  পৌরসভার পুরপ্রতিনিধির সোনা চুরির অপরাধে গ্রেপ্তার বালক, অপমানে আত্মঘাতী হলেন বাবা। বুধবার রাতে ৫২ বছরের শ্রীপদ টুতারাম মাহাস্কে নামে ওই ব্যক্তি ভাঙ্গুর বাস স্ট্যান্ড এলাকায় আত্মহত্যা করেন।

পুলিশ ইনসপেক্টর অশোক ভগত জানান, কংগ্রেস পুরপ্রতিনিধি হেমলতা পাটিলের শ্বশুর শিবাজিরাও পাটিলের তিলকওয়াদির বাংলোয় কাজ করতেন মাহাস্কে। তার ছোট ছেলেটিও তাকে কাজে সাহায্য করতো। তিনি আরও বলেন, ৫টি ১০ গ্রামের সোনার বিস্কুট সহ ১০,০০০ টাকা চুরি যায়। মঙ্গলবার পরিবারের সবাই তা বুঝতে পেরে পুলিশের কাছে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে মাহাস্কের ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

স্বর্ণকার সহ ওই চুরির সঙ্গে যুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

অশোক ভগত বলেন, মাহাস্কের ছেলে দুটি সোনার বিস্কুট বিক্রি করে  মোটরবাইক কেনে। আরও ৩টি বিস্কুট সে মোটরবাইকের সিটের তলায় লুকিয়ে রাখে। ছেলেটিক কাছ থেকে নগদ ১.৭০ লক্ষ টাকা, ২৮ তোলা সোনা ও মোটরবাইক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোনা চুরির সঙ্গে ছেলের যুক্ত থাকার খবর শুনে অপমানে আত্মঘাতী হন বাবা।

অভিযুক্ত বালককে একটি হোমে নজরদারিতে রাখা হয়েছে। বাকি ৩ অভিযুক্তকে নাসিকে আনা হয়েছে।