মহারাষ্ট্র: বন্ধ সমস্ত যানবাহন, নেই পরিবহণের কোনওরকম ব্যবস্থা। বাড়ি ফিরতে মরিয়া হয়ে অত্যাবশ্যকীয় পণ্যের ট্রাকে সওয়ার হলেন ৩০০ শ্রমিক! কন্টেনারে ঢুকে পড়লেন। তবে শেষরক্ষা হল না। ধরা পড়ে গেলেন।
গতকাল তেলঙ্গনা থেকে রাজস্থানে যাওয়ার অত্যাবশ্যকীয় পণ্যের দুটি ট্রাক থেকে তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁদের বাড়ি রাজস্থানে। কাজের সূত্রে তেলঙ্গনায় এসেছিলেন তাঁরা।
ইতিমধ্যেই করোনার আবহে গোটা দেশে অন্তত ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্দেশ অনুযায়ী গোটা দেশে বন্ধ হয়ে যায় সমস্ত রকম যান চলাচল। ছাড় কেবল অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী সরবরাহে। এই অবস্থায় তেলঙ্গনাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা। লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় কাজও। ভিন রাজ্যে থেকে স্বাভাবিকভাবেই তীব্র অসুবিধায় পড়েন তাঁরা। আর তাই বাধ্য হয়েই বাড়ি ফেরার জন্য বেছে নিতে হয় এই বিপজ্জনক উপায়।
তেলঙ্গনার সীমান্তবর্তী জেলা থেকে আসছিল এই দুটি ট্রাক। সন্দেহ হওয়াতে টোল বুথে ট্রাক দুটিকে পর্যবেক্ষণের জন্য আটকায় পুলিশ। ট্রাক চালকদের প্রশ্ন করায় সদুত্তর দিতে পারেন নি তাঁরা। এরপরেই ওই ট্রাকগুলি তল্লাশি করেন পুলিশ অফিসাররা।
পুলিশ সূত্রে খবর, ২ টি ট্রাকে প্রায় ৩০০ জন শ্রমিক ছিলেন। জানতে চাওয়ায় তাঁরা বলেন, কেবলমাত্র বাড়ি ফেরার জন্যই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তাঁরা। ফেরার জন্য কোনওরকম যানবাহন না পাওয়ার কথাও জানান তাঁরা।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, চালক-সহ ট্রাকগুলিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু ওই ৩০০ জন শ্রমিককে নিয়ে কী করবে তা নিয়ে ধন্দে পুলিশ। তবে ‘ওদের বেঁচে থাকার জন্য বাড়ি ফেরা জরুরি’, বলেন এক পুলিশ অফিসার।