লোকসভায় কাগজ ছিঁড়ে ছুঁড়ে দিয়ে স্পিকারের তোপে সপা সাংসদ
web desk, ABP Ananda | 24 Nov 2016 04:57 PM (IST)
নয়াদিল্লি: লোকসভায় বৃহস্পতিবার সমাজবাদী পার্টি (সপা) সাংসদ অক্ষয় যাদবের আচরণের তীব্র নিন্দা করলেন স্পিকার সুমিত্রা মহাজন। এদিন সকালে বিরোধীরা যখন প্রশ্নোত্তর পর্বে সভার ওয়েলে নেমে শোরগোল তোলেন, বিক্ষোভ দেখাতে থাকেন, অক্ষয়কে তখন সেখানে কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে স্পিকারের আসনের দিকে ছুঁড়তে দেখা যায়। এহেন ‘বিশৃঙ্খলামূলক আচরণে’ তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁকে সতর্ক করেন স্পিকার। বলেন, এমন আচরণ সভার রীতি-প্রথা অনুসারে যে মানদণ্ড বেঁধে দেওয়া আছে, তার সম্পূর্ণ পরিপন্থী, তাকে লঙ্ঘন করা হয়েছে। তাই আমি শ্রী যাদবের কাজে গভীর অসন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এমন অরাজক আচরণ আবার করা থেকে বিরত থাকতে বলে সাবধান করে দিচ্ছি। প্রসঙ্গত, লোকসভার কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় অধিবেশন চলাকালে কোনও সদস্যের ক্ষোভ জানাতে সভার নথিপত্র ছিঁড়ে ফেলা নিষেধ।