মুম্বই: পদ্মাবতী ছবি নিয়ে বিতর্কের আবহে রাজপুতদের সমালোচনায় সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর। তাঁর দাবি, ব্রিটিশরা যখন তাঁদের সম্মান পদদলিত করছিলেন, তখন তথাকথিত বীর মহারাজারা নিজেদের বাঁচাতে ব্যস্ত ছিলেন। এখন তাঁরাই সম্মানহানির অভিযোগে একজন চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে সরব।

নিজের বই ‘অ্যান এরা অফ ডার্কনেস: দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া’-য় ভারতীয়দের অত্যাচারের শিকার হিসেবে না দেখিয়ে উল্টে তাঁদেরই সমালোচনা করেছেন তারুর। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদেরই দোষ ছিল। আমি নিজেদের অত্যাচারিত হিসেবে দেখি না। বইটির অনেক জায়গাতেই আমি নিজেদের ভূমিকার কঠোর সমালোচনা করেছি। আজ যে তথাকথিত বীর মহারাজারা সম্মানহানি হওয়ার কথা বলে মুম্বইয়ের চলচ্চিত্র পরিচালকের সমালোচনা করছেন, তাঁরা ব্রিটিশ আমলে নিজেদের সম্মানের বিষয়ে আদৌ চিন্তিত ছিলেন না। সেই সময় তাঁরা নিজেদের বাঁচাতে ব্যস্ত ছিলেন। তাই বলতেই হবে, আমাদের নীতি ভুল ছিল।’

তারুর আরও বলেছেন, মহাত্মা গাঁধী ব্রিটিশদের চোখে আঙুল দিয়ে তাঁদের কৃতকর্ম দেখিয়ে দিয়েছিলেন। সৌভাগ্যবশত ব্রিটিশদের লজ্জিত হওয়ার ক্ষমতা ছিল।