ওয়ার্ধা: লকডাউনের তোয়াক্কা নেই। জন্মদিনে নিজের বাড়িতে শুকনো খাবার বিতরণের জন্য জমায়েত করলেন বিজেপি বিধায়ক।

রবিবার মহারাষ্ট্রের ওয়ার্ধার বিজেপি বিধায়ক দাদারাও কেছে নিজের জন্মদিনে রেশন সামগ্রী হিসাবে শুকনো খাবার বিতরণ করার জন্য অন্তত ১০০ জনের জমায়েত করেন। করোনা ভাইরাস প্রতিরোধে গোটা দেশে ২১ দিনের জন্য লকডাউন চলছে। এই সময় কোনও জায়গায় ৪ জনের বেশি জমায়েত করা কড়াভাবে নিষিদ্ধ। একে অপরের সংস্পর্শে আসলেই যেহেতু বাড়ছে করোনা সংক্রমণের সম্ভাবনা সে জন্য নিজেদের ঘরেই বন্দি থাকতে বলা হচ্ছে সবাইকে। এই নিয়মবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই জমায়েতের আয়োজন করেছিলেন ওই বিধায়ক।

এই ঘটনার পর ওই এলাকার মহকুমা শাসক হরিশ ধার্মিক জানান, মহামারী আইন ভেঙেছেন বিধায়ক। উক্ত জমায়েতের জন্য কোনওরকম অনুমতি  নেওয়ার প্রয়োজন মনে করেননি বিধায়ক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখামে জড়ো হন ১০০-র বেশি মানুষ, শুরু হয়ে গিয়েছিল শস্য় বিতরণও।

যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক। 'বিরোধী দলের মিথ্যা প্রচার' বলেও সুর চড়িয়েছেন তিনি।