মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2016 03:45 AM (IST)
মুম্বই: মহারাষ্ট্রের ছটি নগর পঞ্চায়েত নির্বাচনে ধাক্কা খেল বিজেপি। কংগ্রেস যেখানে ২১ টি আসন পেয়েছে সেখানে বিজেপির দখলে গিয়েছে মাত্র ৫ টি আসন। অন্যদিকে শিবসেনা ও এনসিপি ২০ টি করে আসন পেয়েছে। এই নির্বাচনে ১০২ আসনের জন্য ভোটগ্রহণ করা হয়েছিল। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সাফল্যের ধারা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও অব্যাহত থাকে। রাজ্য বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পায় বিজেপি-শিবসেনা জোট। কিন্তু তারপর দিল্লি বিধানসভা নির্বাচনে বিপর্যস্ত হয় বিজেপি। পরে বিহার বিধানসভা নির্বাচনেও বিজেপিকে হারের সম্মুখীন হতে হয়। বর্তমানে চারটি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলে নির্বাচন চলছে। এ ক্ষেত্রে বিজেপি যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। এরইমধ্যে মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে নিঃসন্দেহে বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।