আজ সংবাদ মাধ্যমের সামনে মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে বলেন, আজ ক্যাবিনেট মুম্বইতে রাতভর সমস্ত অনাবাসিক স্থানগুলি খোলা রাখার পরিকল্পনাকে শীলমোহর দিয়েছেন। আগামী ২৭ জানুয়ারি থেকে চালু হবে এই নিয়ম। বান্দ্রা কুরলা কমপ্লেক্স বা নরিম্যান পয়েন্টের মতো আবাসন বহির্ভূত এলাকাগুলি খোলা থাকবে রাতভর। খোলা থাকবে কার পার্কিং, চালু থাকবে সমস্ত সিসিটিভিও। তবে এই নিয়ম মানা বাধ্যতামূলক নয় বলেও জানান আদিত্য। তবে শপিং মল, মাল্টিপ্লেক্স, দোকান ইত্যাদি খোলা রাখা সম্পূর্ণ ইচ্ছিক।
পাব ও বারগুলি এই নিয়নের আওতা থেকে বাদ রয়েছে বলে জানান আদিত্য ঠাকরে। তিনি আরও বলেন, সারাদিন কাজ করে মুম্বইয়ের মানুষ। তাহলে রাত ১০ টা বাজলেই এমন 'অঘোষিত কার্ফু' কেন জারি হবে!
'এমভিএ সরকার জনগনের সরকার। বিজেপির মতো যুবশক্তির বিরোধিতা করে না'। এদিন অনুমোদনের ঘোষণা করতেও গিয়েও বিজেপিকে কটাক্ষ করেন আদিত্য।
তিনি আরও জানান, এই নিয়ম কারো ওপর চাপিয়ে দেওয়া হবে না। রাতভর সমস্ত শপিং মল, মাল্টিপ্লেক্স খোলা থাকলে বাড়বে চাকরির সুযোগ। এতে সরকারের লাভ হবে বলেই আশাবাদী আদিত্য।
২৪ ঘন্টা খোলা থাকবে প্রাণকেন্দ্র মুম্বই। টুইটারে উচ্ছাস মানুষের।