মহারাষ্ট্রে খরা: লাতুরে ১৫ দিনে ট্রেনে জল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2016 04:42 AM (IST)
মুম্বই: মহারাষ্ট্রে খরার জেরে জলকষ্ট ভয়াবহ মাত্রা নিচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে মারাঠওয়াড়া এলাকা। লাতুর, বিড়ে পরিস্থিতি এতটাই চরম পর্যায়ে যে, জেলার বিভিন্ন কারাগার থেকে বন্দিদের অন্যত্র সরানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে জরুরি পরিকল্পনা তৈরি করে রাখা হয়েছে। রাজস্ব মন্ত্রী একনাথ খাড়সে বিধানসভায় জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে ট্রেনে লাতুরে জল নিয়ে আসা হবে। খরা-কবলিত পারবনি শহরে গণ্ডগোলের সম্ভাবনা এড়াতে জলের ট্যাঙ্ক, জল সরবরাহ কেন্দ্রগুলির সামনে ১৪৪ ধারা জারি থাকবে ৩ মে পর্যন্ত। জলের কল, জলাধারগুলির সামনে বেশি লোকজন যাতে জড়ো না হয়, তা দেখতে নিয়োগ করা হচ্ছে হোমগার্ডদের। জল-সঙ্কটের প্রভাব পড়েছে মুম্বই সংলগ্ন থানেতেও। সেখানে পরিস্থিতি মোকাবিলায় ১০টি ওয়ার্ডেই নোডাল অফিসার নিয়োগ করেছেন পুর কমিশনার সঞ্জীব জয়সওয়াল। জল-সঙ্কটের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তরজাও চলছে। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারের লাতুর ও মারাঠওয়াড়ার অন্যত্র পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ করেন। পাল্টা খাড়সে বলেন, সরকারের কাছে এর চেয়ে জরুরি আর কোনও ইস্যুই নেই। আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে এবং সেজন্যই রেলে জল আনার ব্যবস্থা হচ্ছে। এজন্য যত অর্থ লাগে, আমরা দেব।