মুম্বই: স্কুলছুট রুখতে এবার উপায় সেলফি! এমনই উপায় ভেবেছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের বিভিন্ন স্কুলে স্কুলছুট পড়ুয়ার সংখ্যার হিসেব রাখতে এরকমই ভাবনাচিন্তা সরকারের। যেখানে শিক্ষক-শিক্ষিকারা ক্লাসরুমে সেলফি তুলে তা আপলোড করবেন। এক একটা গ্রুপে থাকবে ১০ জন করে পড়ুয়া। এভাবেই পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত থাকবে।
রাজ্যের শিক্ষামন্ত্রীর প্রকাশ করা প্রস্তাব অনুযায়ী, সিস্টেমে পড়ুয়ার সেলফির সঙ্গে আধার নম্বর এবং নাম আপলোড করতে হবে। শিক্ষাসংক্রান্ত এই তথ্য থাকবে সরকারের কাছে। আগামী বছর জানুয়ারি থেকেই চালু হয়ে যাবে এই প্রক্রিয়া। কারা স্কুলে নিয়মিত আসছে না, সেই রেকর্ডও ধরা পড়বে এই পদ্ধতিতে।
ওই প্রস্তাবে বলা হয়েছে, কারা স্কুলে নিয়মিত আসছে না, সেই তথ্য কর্তপক্ষকে জানাতে হবে স্কুলের শিক্ষকদের। কীভাবে তাদের স্কুলমুখী করা যায়, সেই নিয়ে ভাবনাচিন্তা করবে সরকার।
২০১৪-র অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট (এএসইআর)-এ দেখা গিয়েছে, মহারাষ্ট্রে ড্রপআউট শিক্ষার্থীর রেট ৯ শতাংশ। গোটা দেশে তা ১৫ শতাংশ।
মহারাষ্ট্রে স্কুলছুট ঠেকাতে সেলফি!
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2016 06:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -